২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৯:২২ অপরাহ্ন


রুয়েটে ঐতিহাসিক ৭ মার্চ পালন
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২২
রুয়েটে ঐতিহাসিক ৭ মার্চ পালন রুয়েটে ঐতিহাসিক ৭ মার্চ পালন


ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। রুয়েট প্রশাসন শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর রুয়েট শাখা ছাত্রলীগ ও বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, রুয়েট পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 

সোমবার দুপুর ১২টায় এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েট রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মো. মামুনুর রশীদ, কর্মকর্তা সমিতি, রুয়েট এর আহবায়ক আরিফ আহম্মেদ চৌধুরী, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু , রুয়েট কর্মচারী সমিতির সভাপতি মো. মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন শুভসহ ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগ প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাজশাহীর সময় /এএইচ