২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:২৯:২৩ পূর্বাহ্ন


নগরীর হাদীর মোড়ে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
মোঃ ফায়সাল হোসেন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২২
নগরীর হাদীর মোড়ে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা নগরীর হাদীর মোড়ে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা


নগরীর হাদীর মোড় এলাকার মেসার্স শাহাবুদ্দিন ভ্যারাইটি স্টোরে ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে।

রবিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন রাজশাহী জেলার সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফ।

এসময় অভিযান পরিচালনা করে (৮ শত) লিটার তেল মজুদ রাখার অপরাধে নগদ ৫০ হাজার টাকা আদায় করা হয়। সেই সাথে দুই দিনের মধ্যে সমস্ত তেল বাজারে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, অফিসের নির্দেশ অনুযায়ী ক্রেতা সেজে শাহাবুদ্দিন ভ্যারাইটি স্টোরে তেল নিতে যাই। কিন্তু দোকান থেকে বলা হয় তেল নাই। এ সময় এলাকাবাসীর তথ্যমতে শাহাবুদ্দিনের ৩ তলা বাড়ির দ্বিতীয় তলার গোডাউন তল্লাশি করা হয়। গোডাউন তল্লাশি করে ৮শত লিটার বোতলজাত তেল লুকানো অবস্থায় পাওয়া যায়। ৮ শত লিটার তেল লুকিয়ে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে দোকানদার শাহাবুদ্দিন।

এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং আগামী ২ দিনের মধ্যে সমস্ত তেল বাজারে ছেড়ে দেবে বলে মুচলেকা নেওয়া হয় বলেও জানান ওই কর্মকর্তা।