২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৯:৩১:০৫ অপরাহ্ন


ইউক্রেন থেকে রোমানিয়ার পথে বাংলাদেশের ২৮ নাবিক
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২২
ইউক্রেন থেকে রোমানিয়ার পথে বাংলাদেশের ২৮ নাবিক ইউক্রেন থেকে রোমানিয়ার পথে বাংলাদেশের ২৮ নাবিক


হয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে  ইউক্রেনে রুশ গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজের জীবিত ২৮ নাবিক ইউক্রেন সীমান্ত পার হয়ে মালডোভা হয়ে রোমানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পোল্যান্ডে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা শনিবার রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকরা ইতোমধ্যে ইউক্রেন সীমান্ত পেরিয়ে এসেছেন। তারা এখন রোমানিয়ার পথে রয়েছেন।

এর আগে শনিবার দুপুরে নাবিকরা ইউক্রেনের শেল্টার হাউজ ছেড়ে সীমান্তের উদ্দেশ্যে রওনা দেন। যুদ্ধবিদ্ধ্বস্ত ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়ে রুশ বোমা হামলার শিকার হওয়া জাহাজ ছেড়ে আসার তিনদিন পর নাবিকরা দেশটির সীমান্ত পার হতে সক্ষম হলেন। রোমানিয়া পৌঁছানোর পর সেখান থেকে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

গত বুধবার রুশ বাহিনীর একটি বোমা জাহাজে এসে আঘাত করলে সেই বোমার বিস্ফোরণে প্রাণ হারান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। তারপরেই জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)।

বোমার আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্থ হওয়ার পর জাহাজ ছাড়েন জীবিত থাকা ২৮ নাবিক। তাৎক্ষনিকভাবে তারা বন্দরের কাছাকাছি একটি শেল্টার হাউজের বাংকারে আশ্রয় নিয়েছিলেন। নিহত নাবিকের মরদেহ নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছিলো বলেও জানা যায়।

এদিকে শনিবার সন্ধ্যায় বাণিজ্যিক জাহাজের নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্সস অ্যাসোসিয়েশস (বিএমএমওএ) এক সংবাদ বিবৃতিতে জানিয়েছিল, বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকরা ইউক্রেন থেকে পার্শ্ববর্তী দেশের উদ্দেশ্যে যাত্রা করলেও পথে ক্ষতিগ্রস্ত সেতু ও যানজটের দীর্ঘ সারির কারণে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।