২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৪:১৪ অপরাহ্ন


পিতাকে খুনের ৩০ বছর পর ধরা পড়ল সাজাপ্রাপ্ত পিতৃঘাতক "
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২২
পিতাকে খুনের ৩০ বছর পর ধরা পড়ল সাজাপ্রাপ্ত পিতৃঘাতক " পিতাকে খুনের ৩০ বছর পর ধরা পড়ল সাজাপ্রাপ্ত পিতৃঘাতক "


রাজশাহী চারঘাটে নিজ পিতাকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদন্ডের পলাতক আসামী মোঃ আকছেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে গ্রেফতার করে চাঘাট থানা পুলিশ। গ্রেফতার মোঃ আকছেদ (৫৫) আলী চারঘাট থানার শলুয়া গ্রামের মৃত মহসিনের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতেখায়ের আলম।

তিনি জানান, রাজশাহী জেলার চারঘাট থানার শলুয়া গ্রামের মৃত মহসিনের ছেলে মোঃ আকছেদ আলী। 

তিনি নিজের পিতাকেই খুন করেছিলেন ১৯৯১ সালের ডিসেম্বরের শেষের দিকে। তার বিরুদ্ধে ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় একটা হত্যা মামলা হয়েছিল। দীর্ঘ তদন্ত এবং বিচার শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করে রায় প্রদান করেন। 

সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন পিতৃঘাতক আকছেদ আলী। বার বার চেষ্টা করেও তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছিলো পুলিশ। 

খুনের মামলার সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘ ৩০ বছর পলাতক ছিল। 

অবশেষে রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় চারঘাট থানার এএসআই মোঃ রাজু  পিতৃঘাতক মোঃ আকছেদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পিতৃঘাতক আকছেদ আলীকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

রাজশাহীর সময় / এম আর