২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:০৬:০৭ পূর্বাহ্ন


ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তালিবান
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তালিবান ফাইল ফটো


শনিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তালিবান ভূমি। বিশেষ সূত্রের খবর, ভয়াবহ এই বিস্ফোরণে ইতিমধ্য়েই ৭ জনের মৃত্য়ুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৯ জন। তবে রবিবার সন্ধ্য়া অবধি এই ভয়াবহ বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠনই। তবে বিশেষজ্ঞরা বিস্ফোরণের ধরন দেখে মনে করছেন এই ঘটন ইসলামিক স্টেট নামক জঙ্গী সংগঠনের হয়ে থাকতে পারে। 

উল্লেখ্য়, গত ২২ জানুয়ারি আফগানিস্তানের হেরাট প্রদেশের একটি জনবহুল স্থানে একটি গাড়িতে করে এসে বিস্ফোরণ ঘটনা হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে সঙ্গে সঙ্গেই ছিন্নভিন্ন হয়ে যায় বেশ কয়েকজন আফগান নাগরিকের দেহ। আহত ব্য়ক্তিদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ২০২১-এর ১৫ আগস্ট আফগানিস্তানের মসনদ দ্বিতীয়বারের জন্য় দখল করে তালিবানরা। তারপর এই প্রথম আফগান ভূমের পশ্চিম প্রান্তের হেরাট প্রদেশে এই ধরণের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।

এই হামলার ঘটনা সম্বন্ধে বলতে গিয়ে তালিবান নেতা নইমুল্লা হাক্কানি বলেন, এই জঘন্য় ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে, বা কারা কি উদ্দেশ্য় নিয়ে এই ঘটনা ঘটাল তারজন্য় ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে তালিবান প্রশাসন।

তবে স্থানীয় সূত্রে খবর, একটি ভ্যানের ইঞ্জিনের মধ্য়ে বিস্ফোরক রাখা ছিল। ভ্য়ানটি জনবহুল এলাকাতে প্রবেশ করতেই বিস্ফোরণ ঘটে। জখম কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহীর সময় /এএইচ