২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৩৯:৩০ পূর্বাহ্ন


সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার-২
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২২
সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার-২ সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার-২


সিরাজগঞ্জে প্রাইভেটকারে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, এর সদস্যরা। 

শুক্রবার রাত সোয়া ৩টায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন টোল প্লাজার ওজন ষ্টেশনের পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল 

এ সময় প্রাইভেট কারের ভেতর তল্লাশী চালিয়ে ৫৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় ফেনসিডিল বহনকাজে ব্যবহৃত প্রাইভেটকার।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: আসামীঃ জেলা-নরসিংদী জেলার পলাশ থানার -চরসিন্ধুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ কাওছার মিয়া(৪৩) ও গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউআ পশ্চিম খন্ড এলাকার মোঃ আমান উল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩৪),।

জিজ্ঞাসাবাদে মাদক কারবারীরা জানায়, তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। 

গ্রেফতারকৃত মাদক কারবারীরাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে  তাদেরকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময় / জি আর