১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০:৫৫:২৫ পূর্বাহ্ন


সাপাহারে বিজিবি সদস্য নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা
হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৩-২০২২
সাপাহারে বিজিবি সদস্য নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা সাপাহারে বিজিবি সদস্য নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা


নওগাঁ সাপাহারে বিজিবি সদস্য ( সিপাহী ) তানভীর(২৯) নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। 

উল্লেখ্য উপজেলার  আইহাই ইউনিয়নের সুন্দরইল বিজিবি ফাঁড়ির বিজিবি সদস্য তানভীর সেন্টিপোষ্টে ডিউটিরত অবস্থায় গত ভোর পাঁচটার দিকে নিজে নিজে বুকের বাম পাশে গুলিবিদ্ধ হলে গুরুতর জখম অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সকাল আনুমানিক প্রায় সাতটার দিকে চিকিৎসক ডা. আবু হানিফ মৃত ঘোষণা করেন।

মৃত তানভীর নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ইতনা গ্রামের শেখ আরজনুর পুত্র বলে জানা গেছে।

বিজিবি বরাত দিয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান বলেন, তানভীর নামের ওই বিজিবি সদস্য তার নিজের কাছে থাকা বন্দুক দিয়ে নিজের ওপর গুলি চালান মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এরই মধ্যে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিষয়টি একদমই অভ্যন্তরীণ দাবি করে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন, পারিবারিক কোনো বিষয় নিয়ে এমন ঘটনা ঘটতে পারে।

রাজশাহীর সময় /এএইচ