২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০২:২০:৫৮ অপরাহ্ন


সিরাজগঞ্জের ধর্ষক মোজাম্মেল হক ঢাকায় গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৩
সিরাজগঞ্জের  ধর্ষক মোজাম্মেল হক  ঢাকায় গ্রেফতার সিরাজগঞ্জের ধর্ষক মোজাম্মেল হক ঢাকায় গ্রেফতার


সিরাজগঞ্জ জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ মোজাম্মেল হককে (৪০) রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

বুধবার সাড়ে ১২টায় রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ধর্ষক মোঃ মোজাম্মেল হক (৪০), সে সিরাজগঞ্জ জেলার ও সদর থানার সিলন্দা এলাকার আব্দুল হামিলের ছেলে। 

বুধবার বিকালে র‌্যাব-৩, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার ধর্ষক  মোজাম্মেল হক  বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে যুবতীকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভুক্তভোগীর গর্ভবতী হয়ে পড়ে। এরপর ধর্ষককে বিয়ের জন্য চাপ দিলে সে  প্রতিশ্রুতি দিতে থাকে। তাদের বোঝাপড়ার একপর্যায়ে যুবতীর গর্ভে  ৮ মাস অতিবাহিত হয়ে যায়। এরপর  চলতি বছরের (৭ জুলাই) ধর্ষক সিজারের মাধ্যমে গর্ভপাত করায়। সিজারের পর ধর্ষক চালাকি করে সেই নবজাতক বাচ্চাকে অজ্ঞাতনামা এক ব্যক্তির নিকট ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরবর্তীতে ভিকটিম সুস্থ হয়ে বাড়িতে গেলে  আসামী তাকে তার বাড়িতে উঠতে দেয়না এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। ভিকটিম কোন উপায় না দেখে গত (৩০ জুলাই) সিরাজগঞ্জ সদর থানায় একটি ধর্ষন মামলা রুজু করে। মামলার পর থেকে গ্রেফতার আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলো। শেষ পর্যন্ত নতাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।