২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:২৭:২০ অপরাহ্ন


কর্মচারীদের পদবি বদল ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে চারঘাটে কর্মবিরতি পালন
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২২
কর্মচারীদের পদবি বদল ও বেতন গ্রেড  উন্নতিকরণের দাবিতে চারঘাটে কর্মবিরতি পালন কর্মচারীদের পদবি বদল ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে চারঘাটে কর্মবিরতি পালন


ভুমি মন্ত্রণালয়ের আওতায়ধীন জেলা প্রশাসনের কার্যালয় (রাজস্ব প্রশাসন/উপজেলা/ সার্কেল ভুমি অফিসে কর্মরত ১৪-১৬তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড বাস্তবায়নের নির্মিতে বাবিককাকস, বাকাসস কতর্ৃক ঘোষিত ২০-২৪ মার্চ কর্মসূচীর সাথে একাত্বতা পোষণ করেন।

তারই অংশ হিসাবে বাংলাদেশ ভুমি প্রশাসন সহকারী সমিতি চারঘাট উপজেলা শাখার আয়োজনে বুধবার সকালে উপজেলা ভুমি অফিস প্রাঙ্গনে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। রাজশাহীর চারঘাট নিবার্হী অফিসারের কার্যালয় গোপনীয় সহকারী মুনতালিব

বিল্লাহ, স্টোনোটাইপিস্ট শারমিন সাইলা, উচ্চমান সহকারী  হাফিজুর রহমান, হিসাব সহকারী আব্দুল্লাহ আল বাকী,সার্টিফিকেট সহকারী রিপি রায়, সহকারী কমিশনার ভুমি অফিসের কাম ক্যাশিয়ার কাজেম আলী নাজির ও মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী সাজেদুর রহমান ।

উচ্চমান সহকারী হাফিজুর রহমান বলেন, অতিবিলম্ব ১৪-১৬তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড প্রদানের জোর দাবী জানান। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী সাজেদুর

রহমান বলেন ভুমি মন্ত্রণালয়ের আওতায়ধীন জেলা প্রশাসনের কার্যালয় রাজস্ব প্রশাসন এর কর্মরত কর্মচারীদের পদবী বদল ও বেতন গ্রেডে

উন্নতিকরণ দাবী মেনে নেয়া না হলে এই পূর্ণকর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান।

রাজশাহীর সময় / জি আর