২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:১০:০৭ অপরাহ্ন


পত্নীতলায় মেডিক্যাল এ্যাসিস্টান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’র উদ্বোধন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২২
পত্নীতলায় মেডিক্যাল এ্যাসিস্টান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’র উদ্বোধন পত্নীতলায় মেডিক্যাল এ্যাসিস্টান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’র উদ্বোধন


পত্নীতলায় বুধবার মেডিক্যাল এ্যাসিস্টান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।

মেডিক্যাল এ্যাসিস্টান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) পত্নীতলার অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে আর.এম.ও ডাঃ দেবাশিষ রায়ের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার, পত্নীতলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম আব্দুল কুদদুছ, পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুধীজন প্রমুখ।

রাজশাহীর সময় / জি আর