সিরাজগঞ্জের সলঙ্গায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের ২জন সদস্য গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট) রাত সোয়া ১২টায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সমবায় ট্রাক ট্যাংক লরি ফিলিংস্টেশনের ভিতরে দক্ষিণ পার্শ্বে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো : সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার কাশিনাথপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মোঃ সবুজ (২৩) ও একই এলাকার মোঃ মোঃ সুরমান আলী মন্ডলের ছেলে সোহেল রানা (২৫)।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।