২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৩:০২:৩৪ অপরাহ্ন


রাণীনগরে বাবা-মায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী ছেলের কারাদন্ড
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৩
রাণীনগরে বাবা-মায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী ছেলের কারাদন্ড রাণীনগরে বাবা-মায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী ছেলের কারাদন্ড


নওগাঁর রাণীনগরে বাবা-মায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবী ছেলে জুয়েল টিকাদার (২৮) কে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন । একইসঙ্গে অভিযুক্তকে ৫শ’ টাকা জরিমানাও করা হয়েছে। 

দন্ডপ্রাপ্ত জুয়েল টিকাদার উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর পশ্চিমপাড়া গ্রামের দেলবর টিকাদারের ছেলে। 

সোমবার (১৭ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ আদেশ দেন।

নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, জুয়েল মাঝে মধ্যেই মাদকের টাকা না পেয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতেন। অভিযোগ পেয়ে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলকে আটক করে ৯ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করাসহ ৫শ’ টাকা জরিমানা করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দ-প্রাপ্ত জুয়েলকে দুপুরেই জেলহাজাতে পাঠানো হয়েছে।