২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:০৫:২৬ অপরাহ্ন


ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫ লক্ষাধিক মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২২
ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫ লক্ষাধিক মানুষ ফাইল ফটো


রাশিয়ার আগ্রাসন ও সামরিক অভিযানের মুখে ইউক্রেইন থেকে পালিয়ে ৫ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

এক টুইটে সংস্থাটি জানিয়েছে, ‘ইউএনএইচসিআর পালিয়ে যাওয়া এইসব মানুষদেরকে প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে।’

এদিকে রুশ-ইউক্রেন চলমান উত্তেজনা নিরসনে আলোচনা শুরু করেছে দুইদেশ। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান। ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। এখন পর্যন্ত আলোচনা চলছে। আলোচনার বিষয়টি নিশ্চিত করেন, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। 

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। এক দিন পরই রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে ঢোকে রুশ সেনারা।

রাজশাহীর সময় /এএইচ