২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪৫:০৬ অপরাহ্ন


বগুড়ার শেরপুরে বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজশাহীর সময় ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
বগুড়ার শেরপুরে বিষ্ণুমূর্তি উদ্ধার বগুড়ার শেরপুরে বিষ্ণুমূর্তি উদ্ধার


অনলাইন ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় মির্জাপুর ইউনিয়নে পুকুর পুনঃখননের সময় কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

রবিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় এ মূর্তি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার রাজবাড়ী এলাকা থেকে গত কয়েকদিন ধরে আব্দুল হান্নান নামের একজন পুকুর খনন করে ট্রাকে ভরে মাটিগুলো একই ইউনিয়নের ব্রাকবটতলা নামকস্থানে নিচু জমি ভরাট করছিল। কোন এক সময় সেই মাটির সঙ্গে বিষ্ণুমূর্তিটি চলে আসে।

ব্রাকবটতলা এলাকার শরিফুল ইসলাম (১২) নামের এক শিশু ও তার সঙ্গীরা খেলার সময় বিষ্ণুমূর্তি দেখতে পায়। পরে মাটিকাটা শ্রমিকরা তাদের কাছে থেকে বিষ্ণুমূর্তি নিয়ে নেয়। এ নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতূহল সৃষ্টি হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত কালো পাথরের মূর্তি এখন থানা হেফাজতে রয়েছে।

রাজশাহীর সময় / এফ কে