২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৫০:১৫ অপরাহ্ন


রাজশাহীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
রাজশাহীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মো: মহাজিত হেসেন নামের মাদক কারবারি গ্রেফতার


রাজশাহীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মো: মহাজিত হেসেন, নামের ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব- ৫। বুধবার (৭ জুন) বিকাল সোয়া ৬টায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি মোঃ মহাজিত হোসেন (৩০), রাজশাহী জেলার চারঘাট থানাধীন ভাটপাড়া(বঙ্গবন্ধু মোড়) এলাকার মজনু সরদারে ছেলে।

এসময় তার কাছে থেকে ৩০০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ২টি সীমকার্ড ও ০১ টি মেমোরি কার্ড জব্দ করা হয়।

আরও পড়ুন: মহানগরীতে রাসিক মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান লিটন এর পথসভা

বুধবার রাতে র‌্যাব—৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বুধবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব—৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, পুঠিয়া থানাধীন বানেশ্বর এলাকা থেকে পুঠিয়া যাওয়ার উদ্দেশ্যে ১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি যোগে জৈনিক মাদক কারবারি যাত্রীবেশে ১টি  সাদা প্লাস্টিকের বস্তার ভিতর অভিনব কায়দায় ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড়ে অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।