২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৩০:০৬ অপরাহ্ন


গোদাগাড়ীতে ২কোটি টাকার হেরোইন-সহ নারী মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৩
গোদাগাড়ীতে ২কোটি টাকার হেরোইন-সহ নারী মাদক কারবারি গ্রেফতার গোদাগাড়ীতে ২কোটি টাকার হেরোইন-সহ নারী মাদক কারবারি গ্রেফতার


রাজশাহীর গোদাগাড়ীতে ২কোটি টাকার হেরোইন-সহ অলকা রানী সিং (৫২) নামের এক নারী মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রবিবার বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি অলকা রানী সিং, সে গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামের নির্মল চন্দ্র সিং-এর স্ত্রী।

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, রবিবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর গ্রামে মাদক কারবারি অলকা রানী সিং তার বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ীতে অভিযান চালিয়ে ১কেজি ১০০গ্রাম হেরোইন উদ্ধার-সহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।