১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪৪:১৬ অপরাহ্ন


এফএ কাপের ফাইনালে ম্যানইউ-ম্যানসিটি মুখোমুখি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৩
এফএ কাপের ফাইনালে ম্যানইউ-ম্যানসিটি মুখোমুখি File Photo


মৌসুমটা অম্লমধুরই কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। অক্টোবরে ম্যানচেস্টার সিটির কাছে হার ৬-৩ গোলে। আবার জানুয়ারিতে প্রতিশোধ নিয়ে জয় ২-১-এ। লিভারপুলের কাছে ম্যানইউ বিধ্বস্ত হয়েছিল ৭-০-এ।

সেই লিভারপুলকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে এরিক টেন হাগের দল। প্রথম মৌসুমে দায়িত্ব নিয়ে জিতিয়েছেন লিগ কাপও। তাই আজ এফএ কাপ ফাইনালে ম্যানইউকে সমীহ করছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

ম্যানচেস্টার ডার্বি এমনিতেই রোমাঞ্চ ছড়ায়।

সেটা প্রথমবারের মতো এফএ কাপ ফাইনালে হওয়ায় সতর্ক গার্দিওলা, ‘আমার সব মনোযোগ ম্যানইউর ওপর। ওরা শেষ চারটা ম্যাচ জিতেছে। চেলসিকে হারিয়েছে ৪-১ গোলে। গত জানুয়ারিতে ওদের সঙ্গে হারের ম্যাচের ভিডিও দেখছি এখন।
জিততে হলে সেরাটা দিতে হবে সবাইকে। এটা বিশেষ ম্যাচ হতে যাচ্ছে।’

১৯৯৯ সালে একমাত্র ইংলিশ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ আর এফএ কাপ জিতেছিল ম্যানইউ। এবার একই সম্ভাবনার হাতছানি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানসিটির সামনে। প্রিমিয়ার লিগ জেতায় আজ এফএ কাপ চ্যাম্পিয়ন হলে ডাবল হবে ম্যানসিটির।

ঘরোয়া ডাবলের হাতছানি ম্যানইউর সামনেও। ফাইনালে নিউক্যাসলকে হারিয়ে তারা জিতেছে লিগ কাপ। মৌসুমে দুটি শিরোপা চান ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে গেয়াও, ‘অবশ্যই এটা বড় এক ফাইনাল, বিশেষ ম্যাচ। শিরোপার জন্য বছরজুড়ে লড়াই করেছি। এবার জিততে চাই ফাইনালটা।’

আজ এফএ কাপের ১৪২তম ফাইনাল। আর ম্যানচেস্টারের দুই ঐতিহ্যবাহী ক্লাব মুখোমুখি হচ্ছে ১৮৯তমবার। তবে এফএ কাপ ফাইনালে আজই প্রথম মুখোমুখি তারা। ম্যানইউর জন্য এটা আবার ম্যানসিটিকে ট্রেবল জেতা থেকে আটকানোর অভিযানও। এর আগে ১৯৭৭ সালে লিভারপুলের স্বপ্ন ভেঙেছিল ম্যানইউ। সেবার ইংলিশ লিগ জেতা লিভারপুল পৌঁছেছিল ইউরোপিয়ান কাপ ফাইনালে। এর চার দিন আগে এফএ কাপ ফাইনালে ম্যানইউ হারায় তাদের। এ জন্যই তাদের বেশি সমীহ করছে ম্যানসিটি। ফাইনাল জিততে হলে জ্বলে উঠতে হবে আর্লিং হালান্ডকে। ৫১ ম্যাচে ৫২ গোল করেছেন এই ফরোয়ার্ড। ম্যানইউর বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন ৬-৩ গোলে জেতা ম্যাচে। তবে ফিরতি ম্যাচে পোস্টে শুধু দুটি শটই নিতে পেরেছিলেন হালান্ড, দুটিই ছিল আবার লক্ষ্যহীন। তবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, হতাশাটা কাটাতে চান আজ, ‘চ্যাম্পিয়নস লিগের জন্যই ওরা এনেছে আমাকে, লুকানোর কিছু নেই। এটা জিততে (ট্রেবল) আমার পক্ষে যা সম্ভব সবই করব। তবে ট্রেবল জেতাটা সহজ নয়। দুই ফাইনালের দুই দলই ভালো। ট্রেবল জিততে তাই সেরাটা খেলতে হবে আমাদের।’