২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:০২:১৭ অপরাহ্ন


সাপাহার ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট ঘোষণা
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৩
সাপাহার ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট ঘোষণা সাপাহার ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট ঘোষণা


নওগাঁর সাপাহার উপজেলার ১ নং সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে  উপজেলার ১ নং সদর ইউনিয়নের আয়োজনে পরিষদের হল রুম কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম এর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব মোঃ মহিদুল হক।

অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরে এ ইউনিয়নের সম্ভব্য বার্ষিক আয়-ব্যয় উল্লেখ করে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৬৫ লক্ষ ১৮ হাজার ৮২, উন্নয়ন আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে  ৪৪ লক্ষ ৬৪ হাজার ১৮২ টাকা এবং উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৬৪ লক্ষ ৪০  হাজার  টাকা। 

এ সময় উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক ও সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।