২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:১৭:০৯ অপরাহ্ন


মহানগরীর পদ্মাপাড়ে ওয়াকওয়ে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র লিটন
আবু হেনা:
  • আপডেট করা হয়েছে : ২৪-০২-২০২২
মহানগরীর পদ্মাপাড়ে ওয়াকওয়ে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র লিটন মহানগরীর পদ্মাপাড়ে ওয়াকওয়ে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র লিটন


রাজশাহী মহানগরীর টিঁ-বাধ হতে বুলুনপুর মোড় পর্যন্ত পদ্মাপাড়ের ওয়াকওয়ে আলোকায়নের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সুইচ চেপে ওয়াকওয়ে‘র আলোকায়নের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

টিঁ-বাধ হতে বুলুনপুর মোড় পর্যন্ত পদ্মাপাড়ের ওয়াকওয়েতে ৪০টি পোলে ৪০টি অত্যাধুনিক এলইডি লাইট। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে। আলোকায়নের কারণে রাতেও স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবেন দর্শনার্থীরা। বাড়বে দর্শনার্থী ও পর্যটকদের নিরাপত্তা।

উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী ইঞ্জামুল হক, উপ-সহকারী প্রকৌশলী কামাল পারভেজ, পুজুন দাস, আব্দুল্লাহ আল মামুন, প্রমুখ।

রাজশাহীর সময় / এম আর