২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৩৩:৪৭ অপরাহ্ন


রাজশাহীর পবায় চোরাই চার্জার ভ্যান ও শ্যালো মেশিন-সহ ৩ চোর গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২৩
রাজশাহীর পবায় চোরাই চার্জার ভ্যান ও শ্যালো মেশিন-সহ ৩ চোর গ্রেফতার রাজশাহীর পবায় চোরাই চার্জার ভ্যান ও শ্যালো মেশিন-সহ ৩ চোর গ্রেফতার


রাজশাহীর পবায় একটি চোরাই চার্জার ভ্যান ও শ্যালো মেশিন-সহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) সকাল ৭টায় পবা থানাধীন বাগধীন কড়ইতলা থেকে তাদের গ্রেফতার করে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মোঃ সাহাবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় চার্জার ভ্যান ও ভ্যানে বহনকৃত শ্যালো মেশিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহীর মোহনপুর থানার হাটরা গ্রামের মোঃ আঃ জলিলের ছেলে মোঃ নাসির মন্ডল, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার চক কাশির মোঃ বাদশা শেখের ছেলে মোঃ রাব্বি শেখ ওরফে গোলাপ ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার চানপুরের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আবু সাঈদ।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম।

জিজ্ঞাসাবাসে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাজশাহীর মোহনপুর এলাকা থেকে ভ্যান এবং শ্যালো মেশিন চুরি নিয়ে যাচ্ছিলো। গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ নাসিরের বিরুদ্ধে পূর্বেও চুরির মামলা রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পবা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।