২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৬:৫০:১৯ অপরাহ্ন


শারীরিক গঠন নিয়ে খুশি থাকা উচিত, বক্তব্য মেলিন্ডার
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২৩
শারীরিক গঠন নিয়ে খুশি থাকা উচিত, বক্তব্য মেলিন্ডার শারীরিক গঠন নিয়ে খুশি থাকা উচিত, বক্তব্য মেলিন্ডার


আমরা মোটা হলেও আমাদের জীবনটা মোটামুটি নয়, ফাটাফাটি’… সংলাপটি এখন সকলেরই প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবির এই সংলাপের মধ্যে দিয়ে ‘বডি পজিটিভিটি’র নতুন বার্তা স্পষ্ট। শুক্রবার ১২ মে মুক্তি পাচ্ছে আবির ঋতাভরির নতুন ছবি। তার আগেই মার্কিন রাষ্ট্রদূত মেলিন্ডা পাভেক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানালেন টিম ‘ফাটাফাটি’কে। সঙ্গে দিলেন বডি পজিটিভিটির বার্তাও।

এই ছবির প্রযোজক সংস্থা উইন্ডোজ বুধবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে মেলিন্ডা পাভেকের একটি সাক্ষাৎকার। 

মেলিন্ডার বক্তব্য, চেহারা নিয়ে অন্যকে অপদস্থ করার প্রবণতা শুধু অন্যের ক্ষেত্রেই যে তিনি দেখেছেন তা নয়, বরং তাঁর নিজের ক্ষেত্রেও বহুবার ঘটেছে একই রকম ঘটনা। তাঁর কথায়, যখন একজন মানুষ অন্য একজনকে মোটা বা রোগা বলে দাগিয়ে দেয় তখন তাঁর মূল্যবোধ লোপ পায়। নিজেদের শারীরিক গঠন নিয়ে খুশি থাকা উচিত বলেই মনে করেন মেলিন্ডা। পাশাপাশি, তাঁর বক্তব্য, ‘কেউ অস্বাভাবিক নয়, মানুষ নিজেকে নিয়ে খুশি নয় বলেই তুলনা টেনে অস্বাভাবিক প্রমাণ করার চেষ্টা করে।

মেলিন্ডা নিজের জীবনের কথাও তুলে ধরেছেন এই ভিডিওতে। তাঁর কথায়, তিনি কখনওই রোগা বা তন্বী ছিলেন না। বরং অল্প বয়স থেকেই তাঁর ওজন বেশি ছিল। সেই কারণে ছোটবেলায় মা বাবা ডায়েট করে দিয়েছিলেন তাঁকে। মার্কিন রাষ্ট্রদূতের আফসোস, এতে তাঁর ওজন নিয়ন্ত্রণে থাকলেও মানসিক কষ্টের বিষয়টি ভেবে দেখার প্রয়োজন বোধ করেননি তাঁর অভিভাবকরা।

মেলিন্ডা তাঁর বক্তব্য শেষ করেন এই বলে যে সবসময়ে নিজের মনের কথা শুনে আচরণ করা উচিত। তবেই জীবন হয়ে উঠবে ‘ফাটাফাটি’।