বাহুবলির পর থেকেই দক্ষিণী ছবিতে প্রভাসের চাহিদা আকাশছোঁয়া। এই মুহূর্তে একাধিক ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। তবে, সম্প্রতি প্রযোজক অশ্বিনী দত্তের মন্তব্যে বিপাকে তাঁর আগামী ছবি ‘প্রজেক্ট কে’।
সম্প্রতি দক্ষিণী সুপারস্টার কৃষ্ণার ‘মোসাগাল্লাকু মোসাগাল্লু’ ছবির পুনর্মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্ধ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। ছবি এবং শিল্প জগতের মানুষদের জন্য অন্ধ্র সরকার যে নন্দী পুরস্কার দেয় সেই প্রসঙ্গেই বেফাঁস মন্তব্য করেন ‘প্রজেক্ট কে’ প্রযোজক অশ্বিনী দত্ত।
অন্ধ্র সরকারকে সরাসরি উদ্দেশ করে অশ্বিনী বলেন যে ইদানীং কালে ‘সেরা গুন্ডা’ এবং ‘সেরা রাউডি’দেরই এই পুরস্কার দেওয়া হয়। এখানেই শেষ নয়, তাঁর মন্তব্য, আগামী ২-৩ বছরের মধ্যে আমরা সকলেই সব পুরস্কার পাব।
অশ্বিনীর সুরে সুর মিলিয়েছেন দক্ষিণের আরও এক প্রযোজক আদিশেষাগিরি রাও। তাঁর কথায়, নন্দী পুরস্কার তার আগের কৌলিন্য হারিয়েছে। এখন এই পুরস্কারের নতুন নাম হওয়া উচিৎ রাজ্য পুরস্কার।
কিন্তু দুই প্রযোজকের এমন অভিযোগের কারণ কী? জানা গেছে, অন্ধ্র এবং তেলেঙ্গানা সরকার ইদানীং কালে দক্ষিণী ছবির প্রতি পৃষ্ঠপোষকতার পরিমাণ কমিয়ে দিয়েছেন। একপ্রকার নিজের মতোই চলছে এই ইন্ডাস্ট্রি। প্রসঙ্গত, ৪ বছর পর আবার নন্দী পুরস্কার দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। এখন দেখার যে এই মন্তব্যের জেরে অন্ধ্রপ্রদেশ সরকার প্রভাসের ছবির বিরুদ্ধে বড় কোনও পদেক্ষেপ নেয় কিনা।