৩৫-এ পা দিলেন অনুষ্কা শর্মা।
১৯৮৮ সালের ১ মে অযোধ্যার মিলিটারি হাসপাতালে জন্ম অনুষ্কার৷
আদিত্য চোপড়ার ফিল্ম ‘রব দে বনা দি জোড়ি’-তে নায়িকা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী অনুষ্কা শর্মা।
অনুষ্কার ভাষায়, '' সবকিছুই গোপন ছিল। কেউ কিছু জানত না এবং আদি-ও চায়নি কেউ জানুক, আমি-ই ছবির হিরোইন। আদির নির্দেশ ছিল, সিনেমার ব্যপারে যেন আমি কারও সঙ্গে, এমনকি আমার বাবা-মার সঙ্গেও কথা না বলি। রীতিমত অবাক হয়েছিলাম শুনে।''
‘রব নে বানা দি জোড়ি’ ছবির সূত্রপাত হয় দুর্ঘটনায় হবু বরের মৃত্যুর পর খোলসে ঢুকে যাওয়া তরুণী ‘তানি’র সঙ্গে অল্প কথা বলা ‘সুরিন্দর’-এর বিয়ে দিয়ে। পরিস্থিতির চাপে অপরিচিত একজনের সঙ্গে বিবাহবন্ধনে আটকে পড়া ‘তানি’-কে মুগ্ধ করার জন্য কীভাবে ‘সুরিন্দর’ নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে সেই নিয়েই এই ছবির কাহিনি। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত এই সিনেমা।
বিরাট অনুষ্কা অত্যন্ত দীর্ঘ সময় ধরেই একে অপরকে ডেট করেছেন ৷ অবশেষে ২০১৭-তে তাঁরা ইতালিতে বিয়ে করেন ৷ ফাইল ছবি ৷