২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:৪০:১৩ অপরাহ্ন


ভারতের আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০২-২০২২
ভারতের আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৬ ফাইল ফটো


ভারতের হিমাচল প্রদেশের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ ছয় নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রদেশটির উনা জেলার বাথু বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে পুলিশসহ দমকল বাহিনীর কর্মীরা।

পুলিশ জানায়, আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে এবং গুরুতর আহতদের স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তাৎক্ষণিক কারণ জানাতে না পারলেও পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধান করছেন তারা। কারখানাটির অনুমোদন ছিল কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে ছয়জন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মধ্যে তিন বছরের একটি মেয়েও ছিল। সে তার মায়ের কারখানায় এসেছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত নারীরা উত্তরপ্রদেশের। বর্তমানে মৃতদের শনাক্তকরণ পুরোপুরি সম্ভব হয়নি। জেলা প্রশাসন শনাক্তকরণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

রাজশাহীর সময় /এএইচ