টলি এবং টেলিপাড়ার নায়িকাদের জনপ্রিয়তা দেখার মতো। অভিনয় গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের শিক্ষাগত যোগ্যতা কি জানেন?
শুভশ্রীর পরিণত অভিনয় সকলের মনেই দাগ কাটে। ছাত্রী হিসেবেও কিন্তু মোটেই খারাপ ছিলেন না নায়িকা। জানা যায়, বর্ধমান মিউনিসিপ্যাল কলেজ থেকে পাশ করার পর আইআইএম থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন তিনি।
খুব ছোট বয়স থেকেই অভিনয় শুরু করেন শ্রাবন্তী। অসংখ্য সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তবে স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি কোথায় পড়াশোনা করেন, সে বিষয়ে বিশেষ তথ্য পাওয়া যায় না।
মিমির অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। ছাত্রী হিসেবেও কিন্তু তিনি ভাল। আশুতোষ কলেজ থেকে স্নাতক পাশ করেন মিমি।
বিতর্কের জন্য মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন নুসরত। অভিনেত্রী সাংসদ ভবানীপুর কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন।
পর্দায় 'মিঠাই' হয়ে সকলের মন জয় করেছেন সৌমিতৃষা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন সৌমিতৃষা। ওপেন ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক করছেন অভিনেত্রী।
টলিউডে প্রথম সারির নায়িকাদের তালিকায় কোয়েল অনেকটাই উপরে। গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে মনস্তত্ত্ব নিয়ে পড়াশোন করেছেন তিনি।
ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তৃণার অবাধ বিচরণ।শোনা যায়, শ্রীশিক্ষায়তন কলেজ এবং নিউ দিল্লি ইনস্টিটিউট ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করেছেন তৃণা।
তিনি সফল মডেল, অভিনেত্রী। আইআইএম থেকে এমবিএ করেন রুক্মিণী।