২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৮:০৯:৩৪ অপরাহ্ন


ইউক্রেনে রুশ সেনাকে ঢোকার অনুমতি পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২২
ইউক্রেনে রুশ সেনাকে ঢোকার অনুমতি পুতিনের ফাইল ফটো


ইউক্রেনে রুশ সেনা ঢোকার নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের দুই অঞ্চলে শান্তি বজায় রাখতে সেনা পাঠানো হয়েছে।

ভ্লাদিমির পুতিন বলেন, ক্রিমিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সেখানে সেনা পাঠিয়েছিল রাশিয়া, তারপর সেই প্রদেশ হাতছাড়া হয়েছিল ইউক্রেনের। এ ক্ষেত্রেও কার্যত আকই ঘটনা ঘটছে। এদিন রাশিয়ার প্রেসিডেন্ট, সেনাকে নির্দেশ দিয়েছেন দুই প্রদেশের শান্তি বজায় রাখতে।

সোমবারই ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডোনেত্সক ও লুহানত্‍সকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। গতকাল রাতের পুতিন বলেন, "আমি বিশ্বাস করি, অবিলম্বে ডোনেত্সক এবং লুহানত্‍সকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।"

এহেন পরিস্থিতিতে ডোনেত্সক ও লুহানত্‍স এই দুই অংশ যদি দেশের মধ্যেই রাখতে হয়, তাহলে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে ইউক্রেনকে। আর তা না হলে এই দুই অংশ ছেড়ে দিতে হবে। এই নিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের তরফে কোনও কড়া প্রতিক্রিয়া মেলেনি।

রাজশাহীর সময় /এএইচ