বিখ্যাত বাবার মেয়ে হলে নানারকম সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে একেবারে আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ হয়ে যাওয়ার সুযোগ কী আদৌ যোগ্যতা ছাড়া পাওয়া সম্ভব? সম্প্রতি এই প্রশ্নই উঠেছে শাহরুখ-কন্যা সুহানা আন্তর্জাতিক ব্র্যান্ড মেবিলাইনের মুখ হিসেবে মনোনীত হওয়ায়।
ফিল্মি কেরিয়ারে এখনও পর্যন্ত পা না রাখলেও নানা জায়গায় বাবা এবং পরিবারের সঙ্গে দেখা যায় সুহানাকে। তবে মেবিলাইনের মুখ হিসেবে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে সুহানাকে। অনেকেরই মত যে বাবার প্রভাব খাটিয়েই এক আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ হতে পেরেছেন সুহানা। নাহলে এত বড় ব্র্যান্ডের মুখ হওয়ার তেমন কোনও যোগ্যতা এখনও পর্যন্ত তৈরি হয়নি তাঁর।
তবে নেটিজেনদের এই ধারণাকে একপ্রকার উড়িয়ে দিয়ে সুহানার পাশে দাঁড়ালেন আরও এক সেলিব্রিটি কন্যা আলায়া এফ। তিনি অভিনেত্রী পুজা বেদীর মেয়ে। তাঁর মতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড সবসময়েই তাঁদের যে কোনও সিদ্ধান্ত যথেষ্ট ভেবে চিন্তেই নেবে। আলায়া বলেন যে কোনও ব্র্যান্ড বা ছবি ব্যবসার কারণেই একজন মডেলের ওপর বাজি রাখে।
আলায়ার মতে, কেউ কোনরকম সুযোগ পেলে তাঁকে সেই সুযোগের জন্য কাঠগড়ায় দাঁড় করানো যায় না। এক ধাপ এগিয়ে তাঁর মন্তব্য, বিখ্যাত পরিবারের সন্তান হলে মনে করা হয় যে কোনও সুযোগ পাওয়া অনেক সহজ। কিন্তু প্রকৃতপক্ষে সেই সুযোগের যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করা অনেক বেশি কঠিন।