২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৭:০২:২৫ পূর্বাহ্ন


সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিসচা’র জনসচেতনতামূলক রোড ক্যাম্পেইন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৪-২০২৩
সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিসচা’র জনসচেতনতামূলক রোড ক্যাম্পেইন সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিসচা’র জনসচেতনতামূলক রোড ক্যাম্পেইন


সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে তিনদিনব্যাপী রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনালে জনসচেতনতামূলক রোড ক্যাম্পেইন  হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বাসসহ অন্যান্য যানবাহনের চালক, যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় তাদের ট্রাফিক আইনসহ সড়ক ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করা হয়। 

রোড ক্যাম্পেইন কর্মসূচীতে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক- আরিফুল ইসলাম, আব্দুর রহমান, কার্যকরী সদস্য- মামুনুর রশীদ, কবি মোস্তফা ফেরদৌস হাজরা, রাকিবুল ইসলাম রকি, প্রকৌঃ এমদাদুল হক, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সদস্য- মিঠুন, সবুজ আলী প্রমুখ। কর্মসূচীর শেষে সড়ক যোদ্ধাদের নিয়ে স্থানীয় হোটেলে ইফতার ও দোয়া করা হয়।