২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০২:২৮:২২ অপরাহ্ন


সুদানে নিহত বেড়ে ৯৭, অস্ত্রবিরতির পর ফের তুমুল সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৩
সুদানে নিহত বেড়ে ৯৭, অস্ত্রবিরতির পর ফের তুমুল সংঘর্ষ ফাইল ফটো


মানবিক প্রয়োজন সম্পন্ন করার জন্য সুদানে রোববার সন্ধ্যায় তিন ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করা হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পর দেশটির রাজধানী খার্তুমে তুমুল লড়াই শুরু হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক ফোর্স আরএসএফের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আফ্রিকার দেশটিতে সংঘর্ষ আন্তর্জাতিক শোরগোল এবং আঞ্চলিক উদ্বেগ দেখা গেছে। প্রতিবেশী মিশর ও চাদ সুদানের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে।

২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আধাসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেনাবাহিনীর জেনারেলরা ‘স্বাধীন কাউন্সিল’-এর নামে দেশ পরিচালনা করছিলেন। এই স্বাধীন কাউন্সিলের প্রধান জেনারেল আব্দেল ফাতাহ আল-বুরহান, উপপ্রধান ভাইস-প্রেসিডেন্ট জেনারেল মোহামেদ হামদান দাগালো। সুদানে বেসামরিক সরকার গঠনের অংশ হিসেবে সম্প্রতি আধাসামরিক বাহিনী আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার উদ্যোগ নেয়া হয়। মূলত এটা নিয়েই সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

সেনাবাহিনী বলছে, আরএসএফকে দুই বছরের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হবে। কিন্তু আরএসএফ বলছে, এই একীভূতকরণের প্রক্রিয়া যেন অন্তত ১০ বছর পিছিয়ে দেয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে আরএসএফকে একীভূত করলে সেনাবাহিনীর নেতৃত্ব কে দেবে এ নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে।