মক্কার পবিত্র মসজিদুল হারামে রমজানের প্রথম দুই দশকে দুই কোটি ২০ লাখের বেশি মুসল্লির সমাগম হয়েছে।
এক বিবৃতিতে এ তথ্য জানান জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।
এসময় তিনি ওমরাহযাত্রী, মুসল্লি ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে ইবাদত কার্যক্রম নিশ্চিত করতে ব্যাপক কৌশলগত পরিকল্পনা নেওয়ার কথা জানান তিনি।
এদিকে শায়খ আল-সুদাইস আরো জানান, পবিত্র মসজিদে নববিতে রমজানের প্রথম ২০ দিনে দুই কোটি ১০ লাখের বেশি মুসল্লি এসেছেন, যা গত বছরের এই সময়ের তুলনায় তা ৪৯ শতাংশ বেশি। এদিকে হিজরি বছরের মহররম মাস থেকে এখন পর্যন্ত এই মসজিদে ১৬৯ মিলিয়নের বেশি মুসল্লি এসেছেন