২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:৪৯:১৩ অপরাহ্ন


প্রিয়জনের মৃত্যু, হাসপাতালে ছুটলেন দীপিকা! বলিউডে শোকের ছায়া
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২৩
প্রিয়জনের মৃত্যু, হাসপাতালে ছুটলেন দীপিকা! বলিউডে শোকের ছায়া প্রিয়জনের মৃত্যু, হাসপাতালে ছুটলেন দীপিকা! বলিউডে শোকের ছায়া


অনেক অভিনেতার কেরিয়ার গড়েছেন তিনি। তাঁর হাত ধরেই সফর শুরু হয়েছে সুশান্ত সিং রাজপুত থেকে সারা আলি খানের। বলিউডের অন্যতম পরিচিত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। বৃহস্পতিবার মাতৃবিয়োগ হল ‘দিল বেচারা’ পরিচালকের। এদিন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকেশের মা, কমলা ছাবরা। বয়স হয়েছিল ৭০ বছর।

মুকেশের অত্য়ন্ত ঘনিষ্ঠ দীপিকা পাড়ুকোন। নায়িকার কেরিয়ারের গোড়ার দিকে তাঁকে হামেশা সাপোর্ট করেছেন মুকেশ। তাঁর মায়ের মৃত্যু সংবাদ পেয়ে এদিন হাসাপাতে ছুটে যান দীপিকা। হাসপাতালে ঢোকার মুখে পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন অভিনেত্রী। শুধু দীপিকাই নন, ফারহা খান, সুনীল গ্রোভার, নুপুর শ্যাননের মতো বলি সেলেবদের এদিন দেখা গেল হাসপাতালে। গাড়ি থেকে নেমে চটজলদি হাসপাতালের ভিতরে প্রবেশ করেন দীপিকা। 

কীভাবে মৃত্যু হয়েছে কমলা ছাবরার সেই কারণ এখনও স্পষ্ট নয়, তবে সূত্রের খবর আগামিকাল (শুক্রবার) ওশিওয়াড়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বলিউডের অন্যতম প্রধান কাস্টিং কোম্পানির কর্ণধার মুকেশ। ২০০-র বেশি হিন্দি ছবির কাস্টিং সেরেছেন তিনি। সলমন-শাহরুখের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন মুকেশ, আবার রাজ কুমার রাও, সুশান্ত সিং রাজপুত, ম্রুনাল ঠাকুর, প্রতীক গান্ধী, সানিয়া মালহোত্রার মতো তরুণ প্রতিভাদের খুঁজে বার করেছে মুকেশের জহুরির চোখ।

রাজ কুমার হিরানি, নীতিশ তিওয়ারি, ইমতিয়াজ আলি, কবীর খান, অভিষেক কাপুর, অনুরাগ কশ্য়প-সহ বলিউডের অজস্র প্রথম সারির পরিচালকের সঙ্গে কাজ করেছেন মুকেশ। ২০২০ সালে পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেন তিনি। তাঁর প্রথম ছবি ‘দিল বেচারা’র নায়ক ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এটাই ছিল সুশান্তের কেরিয়ারের শেষ ছবি। অভিনেতার মৃত্যুর পর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল এই ছবি।