২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০২:৫২:০০ অপরাহ্ন


ছুটি বাড়িয়ে নিয়েছেন লিটন দাস
ক্রীড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২৩
ছুটি বাড়িয়ে নিয়েছেন লিটন দাস লিটন দাস।


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পহেলা মে দেশ ছাড়বে টিম টাইগার। তবে আইপিএলে থাকা লিটন কুমার দাস দুদিন ছুটি বাড়িয়ে নেয়ায় তিনি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন ৫ মে। যথাসময়েই আসবেন মোস্তাফিজ। জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

টাইগার ক্রিকেটে ফুসরতের সময় নেই একেবারেই৷ আয়ারল্যান্ড সিরিজ শেষেই ডিপিএলের ব্যস্ততা। আগামী মাসেই আবার ফিরতি সফরে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। তবে ওয়ানে সুপার লিগের শেষটা রাঙাতে চায় টিম টাইগার। তাইতো প্রস্তুতিতে নয় কোনো ছাড়।

বাংলাদেশ দল ২ মে ইংল্যান্ডে পৌঁছালেও দুদিন ছুটি বাড়িয়ে নিয়েছেন লিটন দাস৷ তবে যথাসময়েই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'মুস্তাফিজ সেখানে সঠিক সময়ে পৌঁছে যাবে। লিটন দুদিন বেশি ছুটি চেয়েছে। ওখানে বাকি সবাই দুই তারিখ পৌঁছালেও খুব সম্ভবত লিটন ৫ তারিখে দলে যোগ দেবে।'

এদিকে বাতাসে ভাসছে গুঞ্জন৷ ভারত পাকিস্তানের বৈরিতার কারণে এশিয়া কাপে ভারত পাকিস্তানে আর বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে অনীহা প্রকাশ করেছে। এ দু'দলের ম্যাচের সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে বাংলাদেশও। তবে বিসিবি বলছে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রস্তাব পায়নি তারা।


জালাল ইউনুস বলেন, 'আমরা এখনো পর্যন্ত কোনো প্রস্তাব পাইনি। এ ধরনের কোনো প্রস্তাব আসেনি। এটা তো কোনো দেশ থেকে আসবে না । এশিয়ান ক্রিকেট কাউন্সিল চাইলে আসতে পারে। আইসিসিও বলতে পারে, কিন্তু কোনো দেশ নয়।'

তবে প্রস্তাব পেলে ম্যাচ আয়োজনে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান বিসিবির এই শীর্ষ কর্তা।