২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:৩৭:০৫ অপরাহ্ন


ফেসবুকে লাইভে এসে কাঁদলেন পূজা চেরি
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২২
ফেসবুকে লাইভে এসে কাঁদলেন পূজা চেরি পূজা চেরি। ফাইল ফটো


ফেসবুকে লাইভে এসে অঝোরে কাঁদলেন ঢাকাই চলচ্চিত্রের তরুণ অভিনেত্রী পূজা চেরি। আচমকা এমন কান্নায় হতভম্ব তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

তবে এটা কোনো মজার ভিডিও নয়, সত্যি সত্যিই অঝোরে কাঁদলেন তিনি। দীর্ঘদিনের পালিত আদরের বিড়ালটির মৃত্যুই পূজার কান্নার এই কারণ।

কাঁদতে কাঁদতে ফেসবুক লাইভে পূজা বলেন, ‘আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে। অনেকে এটা ফান ভাবতে পারেন, এই বিষয়টা নিয়ে লাইভে আসার কি ছিল? আপনারা সবাই জানেন যে, আমার একটা বিড়াল ছিল, অরিও। সবাই জানেন, প্রায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি এইট কিংবা নাইনটি সেভেন পার্সেন্ট লোক জানেন যে, আমার একটা পালিত বিড়াল ছিল। প্রায় চার বছর ধরে ওকে আমি পালতাম।’

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকের সেই লাইভে অভিনেত্রী আরও বলেন, ‘আজকে সকালবেলা ওকে আমি আর আমার ভাবী গোসল করিয়েছি নিজের হাতে ধরে। আমি ভাবতে পারিনি যে ও এরকম ভাবে মারা যাবে, এত তাড়াতাড়ি।’

‘আজকে নিজের হাতে ওকে আমি গোসল করিয়েছি, ও আমার কোলে ছিল। আমি শুয়ে ছিলাম ও আমাকে ডাকতেছিল- আমার আপুর রুমের বারান্দা থেকে। আমাদের বাসাটা হচ্ছে নয় তলায়। নয় তলার বারান্দা থেকে ও লাফ দিয়েছে, হয়ত পা পিছলে পরে গেছে। সাধারণত ও ওরকমভাবে পড়ে না। ও বারান্দা থেকে ঘুরে ঘুরে আসে, এসে আমাদের কাছে বসে। কত কী বলে।’

লাইভে দেখা যায়- আদরের মৃত বিড়ালটিকে রুমে এনে লাল একটি কাপড়ে ঢেকে রাখেন অভিনেত্রী। তবে মৃত বিড়ালটির চেহারা আর দেখাননি তিনি।

পূজা বলেন, ‘আমি ওর চেহারাটা দেখাতে চাই না। কারণ ওর চেহারাটা দেখার মতো না। যেহেতু নয় তালা থেকে পরে গেছে, থুতনি ভেঙে গেছে ওর দাঁত ভেঙে গেছে। ওকে দেখাতে চাচ্ছি না, ওর চেহারা আমিও দেখতে পারব না।’

মৃত বিড়ালটির জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষ বলবে এই বিষয়টি নিয়ে লাইভে আসার কী হলো? তারা বুঝতে পারবে যারা জানে অরিও আমার কী ছিল, তারা আসলে বিষয়টি বুঝবে কেন আমি লাইভে আসছি। অন্য কিছু না, সবাই ওর জন্য দোয়া করবেন।’

রাজশাহীর সময় /এএইচ