২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৫:২৬:১৮ অপরাহ্ন


বগুড়ায় তিন বস্তা ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার ৩
বগুড়া প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২২
বগুড়ায় তিন বস্তা ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার ৩ বগুড়ায় তিন বস্তা ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার ৩


বগুড়ার আদমদীঘির সান্তাহারে পিকআপ চালকের সিটের নিচ থেকে তিন বস্তা ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়। 

এসময় মোট ৯০ বোতল ফেনসিডিল ও পিকআপ গাড়িটি জব্দ করা হয়। 

গ্রেফতাররা হলেন: নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদীর মমিন খানের ছেলে মোস্তাক খান (২১), নরসিংদীর পলাশ উপজেলার কামারবাড়ি গ্রামের মৃত রাজ্জাক রাজার ছেলে রতন ফালু (২৪) ও একই এলাকার হাসানহাটা গ্রামের শাফি উদ্দিনের ছেলে শরীফ হেসেন সাকিল (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ ছিল টাটা কোম্পানির একটি পিকআপ বগুড়ার দিকে যাচ্ছে। গাড়িটিতে মাদক রয়েছে। উপজেলার সান্তাহার পৌরশহরের হবির মোড় এলাকায় পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৮-৩৬৩২) পৌঁছালে তল্লাশি করা হয়। এসময় চালকের সিটের নিচে কৌশলে লুকানো তিন বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। 

সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ