২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:৫৬:৩৩ অপরাহ্ন


চিনের রণংদেহি ঘোষণা: তাইওয়ানকে ঘিরে চলবে সেনা মহড়া, কড়া বার্তা আমেরিকাকে
রিয়াজ উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৩
চিনের রণংদেহি ঘোষণা: তাইওয়ানকে ঘিরে চলবে সেনা মহড়া, কড়া বার্তা আমেরিকাকে চিনের রণংদেহি ঘোষণা: তাইওয়ানকে ঘিরে চলবে সেনা মহড়া, কড়া বার্তা আমেরিকাকে


বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন আমেরিকা সফর সেরে ফিরেছেন। তারপরেই তাইওয়ানকে ঘিরে সেনা মহড়ার কথা ঘোষণা করে দিল চিনের পিপলস লিবারেশন আর্মি। লাল ফৌজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, শনিবার থেকে তিন দিন তাইওয়ানকে ঘিরে আকাশে এবং জলপথে মহড়া দেবে পিএলএ।

বেজিংয়ের এ হেন সিদ্ধান্তকে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবেই দেখছে হোয়াইট হাউস। মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে দেখা করেছিলেন তাইওয়ান প্রেসিডেন্ট। সেই বৈঠকের পর তাইওয়ানের স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন কেভিন। তারপরেই এ হেন সিদ্ধান্ত নিল চিন।

গত অগস্টে যখন তাইওয়ান সফরে পৌঁছেছিলেন তৎকালীন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সেই সময়েও রণংদেহি মেজাজ দেখিয়েছিল চিন। দেখা গিয়েছিল, ট্রাকে করে যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে তাইওয়ান সীমান্তের দিকে। কয়েকশো ট্যাঙ্ক সীমান্তে দাঁড় করিয়ে দেয় চিন।

এমনিতেই চিনের আর্থিক অবস্থা সংকটের মধ্যে রয়েছে। অনেকের মতে, হতে পারে, ঘরোয়া অর্থনীতি নিয়ে কমিউনিস্ট পার্টি যে সংকটের মধ্যে পড়েছে তা থেকে নজর ঘোরাতে তাইওয়ানের বিরুদ্ধে এ হেন পদক্ষেপ করে জাতীয়তাবাদী আবেগ তৈরি করতে চাইছে শি জিন পিং-এর চিন।