২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:৪৮:২০ অপরাহ্ন


শ্রাবন্তীর বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, থানায় মামলা
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৩
শ্রাবন্তীর বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, থানায় মামলা ফাইল ফটো


টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে এবার ভারতের মধ্যমগ্রাম থানায় জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন মধ্যমগ্রাম থানার একদল ব্যক্তি। তাদের দাবি, জিমের নাম করে টাকা হাতিয়ে নিয়েছেন ওই অভিনেত্রী। শুক্রবার ভারতীয় গণমাধ্যম জি-২৪ ঘণ্টা’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, গত বছর নভেম্বরে মধ্যমগ্রামের স্টার মলে একটি জিম খুলেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় সেই জিম নিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। এমনকি উদ্বোধনে তিনি নিজেও হাজির ছিলেন মধ্যমগ্রামে। আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম গড়ে তুলেছিলেন শ্রাবন্তী।

সারা বছরের জন্য মোটা অঙ্কের টাকা জমা দিয়ে সেই জিমে ভর্তি হয়েছিলেন অনেকে। কিন্তু আচমকাই তাদের না জানিয়েই, গচ্ছিত টাকা ফেরত না দিয়েই সেই জিম বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এমনকি ফোনেও যোগাযোগ করা যায়নি জিম কর্তৃপক্ষের সঙ্গে। ফলে অগত্যা থানায় অভিযোগ দায়ের করেন তারা।

জানা যায়, চলতি বছরের শুরুর দিকে জিমে ট্রেনিংয়ের জন্য বিজ্ঞাপন করে অফার দেওয়া হয়। ১৮০০০ টাকায় সারা বছরের সাবস্ক্রিপশন। একদফা সাড়ে সাত হাজার টাকা দিলে তবেই অ্যাডমিশন নেওয়া যাবে। প্রচুর মানুষ এই অফার পেয়ে জিমে যোগ দেন। তারপর তাদেরকে বলা হয় একজন পার্সোনাল ট্রেনার নিতে হবে যার মূল্য ৪ হাজার টাকা।

এতে অনেকই অ্যাডমিশন নেন। এরপর হঠাৎ করেই হোলির ছুটি এবং তারপর থেকে এই জিম বন্ধ হয়ে যায়। উপায় না পেয়ে জিমের ট্রেনিরা একত্রিত হয়ে মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। তবে থানা কর্তৃপক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।