ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একই দিনে পৃথক স্থান থেকে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের ভোমরা-ঘোজাডাঙ্গা এলাকার হাকিমপুর সীমান্ত থেকে দশ বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে চারজন নারী, দুইজন শিশু ও চারজন পুরুষ।
অন্যদিকে বসিরহাটের বিথারী গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর বাজার থেকে আরও দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজারে উদ্দেশ্যহীন ভাবে ২ যুবককে ঘুরতে দেখে সন্দেহের বসে তাদের আটক করে পুলিশ । পরে জিজ্ঞাসাবাদে জানা যায় বাংলাদেশ থেকে তারা অনুপ্রবেশ করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানায়, হাকিমপুর সীমান্ত থেকে গ্রেপ্তার ১০ জন বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা এলাকার বাসিন্দা। বুধবার গভীর রাতে কাজের সন্ধানে দালাল মারফত ভারতে অবৈধভাবে প্রবেশ করেন তারা। এ সময় বিএসএফের টহল বাহিনী তাদের আটক করে। আজ বৃহস্পতিবার বিএসএফ গ্রেপ্তারকৃতদের বসিরহাট থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের আদালতে হাজির করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যেককেই ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।