১১ মে ২০২৪, শনিবার, ০৪:৫৫:৪৯ অপরাহ্ন


জমি নিয়ে বিরোধে ফুপাতো ভাইকে খুন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৩
জমি নিয়ে বিরোধে ফুপাতো ভাইকে খুন ফাইল ফটো


নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে মামাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন ফুপাতো ভাই আব্দুর রহমান। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে আহত আরও একজনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৩ এপ্রিল) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে।

এর আগে রোববার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ছোট কালিকাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার ইফতারের পর জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামাতো ভাই আব্দুল করিম ও ফুপাতো ভাই আব্দুর রহমানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আব্দুল করিমের কাছে থাকা ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন আব্দুর রহমান।

তাদের মারামারি থামাতে গিয়ে আহত হন শহিদুল ইসলাম। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে শহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করেন এবং আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান আব্দুর রহমান।

সিংড়া থানার  অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।