২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:৪৯:৪৩ অপরাহ্ন


তালেবানের হাতে তিন ব্রিটিশ নাগরিক বন্দি
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৩
তালেবানের হাতে তিন ব্রিটিশ নাগরিক বন্দি বন্দি ব্যক্তিদের মধ্যে একজন কেভিন কর্নওয়াল।


আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের হাতে তিন ব্রিটিশ নাগরিক বন্দি রয়েছে বলে জানিয়েছে একটি মানবিক সহায়তা সংস্থা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডিয়াম নেটওয়ার্কের কর্মকর্তা স্কট রিচার্ডস জানিয়েছেন, বন্দি ব্যক্তিদের মধ্যে একজনের নাম কেভিন কর্নওয়াল (৫৩)।

প্রেসিডিয়াম নেটওয়ার্ক হলো একটি যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা যা সংকটে থাকা গোষ্ঠীগুলোকে সহায়তা প্রদান করে এবং আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে সহিংসতা বা দারিদ্র্য দ্বারা প্রভাবিত মানুষের চাহিদার প্রতিনিধিত্ব করে।

স্কট রিচার্ডস জানান, তিনি এবং অপর একজন অজ্ঞাত ব্যক্তিকে গত ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। তিনি নিশ্চিত করেছেন, আরেক ব্রিটিশ নাগরিককেও ভিন্ন তারিখে হেফাজতে নেয়া হয়।

ধারণা করা হচ্ছে, তৃতীয় ব্যক্তিটি বার্মিংহামের ২৩ বছর বয়সী মাইলস রাউটলেজ, যাকে ২০২১ সালের আগস্টে ব্রিটিশ সশস্ত্র বাহিনী আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছিল।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা আটক ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

রিচার্ডস জানান, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে কোনও ‘আনুষ্ঠানিক অভিযোগ নেই’, তবে কর্নওয়েলের কক্ষে পাওয়া একটি অস্ত্রের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু করা একটি লাইসেন্সসহ অস্ত্রটি সংরক্ষণ করা হয়েছিলো বলে জানান তিনি।

তিনি আরও জানান, সেই লাইসেন্সটি পাওয়া যায়নি। তবে তারা সাক্ষীদের কাছ থেকে বেশ কয়েকটি বিবৃতি নিয়েছেন যারা লাইসেন্সটি দেখেছেন এবং এর অস্তিত্ব নিশ্চিত করেছেন।

এটি পুরোপুরি সম্ভব যে, অনুসন্ধানের সময় লাইসেন্সটি আলাদা করা হয়েছিল এবং সেজন্য আমরা এই ঘটনাকে সম্ভাব্য ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করছি, বলেন তিনি।

রিচার্ডস স্কাই নিউজকে বলেন, আমরা বিশ্বাস করি তারা ভাল রয়েছে এবং তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে। তারা নির্যাতনের মতো কোনো নেতিবাচক আচরণের শিকার হয়েছে বলে মনে হয় না। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে ওই দুই ব্যক্তির ‘কোনও অর্থপূর্ণ যোগাযোগ’ হয়নি বলেও জানান তিনি।