২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:৪০:০৯ অপরাহ্ন


নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় কমিটি করে তদন্ত চলছে : র‌্যাব
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৩-২০২৩
নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় কমিটি করে তদন্ত চলছে : র‌্যাব নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় কমিটি করে তদন্ত চলছে : র‌্যাব


নওগাঁয় র‍্যাব হেফাজতে আটক নারীর অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে সুলতানা জেসমিনকে অফিসে যাওয়ার পথে র‌্যাব সদস্যরা একটি মাইক্রোবাসে তুলে নেন বলে অভিযোগ ওঠে। পরে গত শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জেসমিনের স্বজনদের অভিযোগ, নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।