২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৯:৫৭:০৪ পূর্বাহ্ন


শীর্ষে থাকা ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৩
শীর্ষে থাকা ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস শীর্ষে থাকা ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস


কাতার বিশ্বকাপে চমকে দেয়া মরক্কোর কাছে প্রথমবারের মত হারের তিক্ত স্বাদ পেল ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল। বিশ্বকাপের ব্যর্থতা থেকে বের হত পারলা না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে তৃতীয়বারের চেষ্টায় প্রথম জয়ে উজ্জীবিত বৌফলের দল।

কাতার বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নেয়ার পর এই প্রথম মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। গোলরক্ষক অ্যালিসন বেকার, রক্ষণভাগের থিয়াগো সিলভা, মার্কুইনিয়োস এবং স্ট্রাইকার রিচার্লিসনকেও পায়নি ব্রাজিল। ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হামোন মেনেসেসের যাত্রা শুরু হলো হতাশার হার দিয়ে।

রোববার তাঞ্জিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। মরক্কোর হয়ে গোল দুটি করেন সোফিয়ান বুফাল ও আব্দেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসেমিরো।

বল দখল, আক্রমণ কিংবা গোলে শট-পাঁচবারের চ্যাম্পিয়নদের উপর সব বিভাগে আধিপত্য দেখিয়েছে আফ্রিকার দল মরক্কো৷ ৫২ শতাংশ বল দখলে রেখে সাতবার শট নেয় হাকিম জিয়েশ-বৌফলরা, গোলমুখে রাখে চারটি শট-গোল হয়েছে দুটিতে। বিপরীতে পাঁচটি শটের তিনটি লক্ষে রাখে ব্রাজিল। প্রতিপক্ষের জমাট রক্ষণে থেমে যাওয়া ভিনিসিউস-রদ্রিগোরা একবারই ফাঁকি দিতে পারেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাবার প্রথম সহজ সুযোগটি পায় ব্রাজিল। তবে ডাবল সেভে মরক্কোকে রক্ষা করেন গোলরক্ষক ইয়াসিন বুনো। ২ মিনিটের ব্যবধানে বল জালে পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। তবে অফসাইডের ফাঁদে সেলেসাও ফরোয়ার্ড। গোল বাতিল ভিএআরে। উল্টো তিন মিনিটের মধ্যে লিড মরক্কোর।

জিয়াশের পাস মাঝপথেই ধরে ফেলেন এমেরসন রয়েল। কিন্তু বল ক্লিয়ার করতে তিনি অহেতুক দেরি করলে পেয়ে যায় স্বাগতিকরা। বিলাল এল খাননুসের কাছ থেকে বল পেয়ে প্রায় উল্টো দিক ঘুরে ঠাণ্ডা মাথায় ফিনিশিং করেন সোফিয়ান বুফাল।

৩৬তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন রদ্রিগো। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। লিড নিয়ে বিরতিতে যায় আফ্রিকার দল মরক্কো।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া ক্যাসেমিরো, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়ররা। ম্যাচের ৬৭তম মিনিটে ক্যাসেমিরোর গোলে সমতা ফেরে ব্রাজিল। এতে বড় দায় আছে মরক্কো গোলরক্ষক বোনোর। ডি বক্সের বাইরের থেকে কাছের পোস্টে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে ঠেকানোর চেষ্টা করেন তিনি। ঠিক মতো পারেননি, শরীরের নিচ দিয়ে বল জড়ায় জালে।

কাউন্টার অ্যাটাকে ৭৯তম মিনিটে মরক্কান সমর্থকদের আনন্দে ভাসান আবদেল হামিদ সাবিরি। বাকি সময়ে প্রবল চেষ্টা করলেও সমতায় ফিরতে ব্যর্থ ব্রাজিল। ক্যামেরুনের পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে ব্রাজিলকে হারাল মরক্কো।