২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৪:১৩:৩৮ পূর্বাহ্ন


দেশে দেশে রমজান উদযাপনের বর্ণিল রূপ
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৩
দেশে দেশে রমজান উদযাপনের বর্ণিল রূপ ফাইল ফটো


পবিত্র রমজান ইসলাম ধর্মের মর্যাদাপূর্ণ মাসের একটি। মহান রবের নৈকট্য লাভের প্রচেষ্টায় পুরো মাস রোজা রাখেন মুসলিমরা। রোজা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও শারীরিক চাহিদা পূরণ থেকে বিরত থাকেন তাঁরা। তা ছাড়া পবিত্র এ মাসে ঝগড়া-বিবাদ, অনর্থক কাজকর্মসহ সব ধরনের অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকতে উৎসাহিত করা হয়েছে। প্রাপ্তবয়স্ক সুস্থ, সবল, মুকিম মুসলিম পুরুষ ও নারীর ওপর রমজানের রোজা রাখা ফরজ। 

রমজান মাসে মহান আল্লাহ মহানবী মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এ মাসে রয়েছে মহিমান্বিত শবে কদর। হাদিসের ভাষ্যমতে এ মাসের প্রতিদিন অসংখ্য মানুষকে ক্ষমা করা হয়। তাই রোজার পাশাপাশি কোরআন তিলাওয়াত, নামাজ, জিকিরসহ অন্যান্য ইবাদতে সময় কাটান সারা বিশ্বের মুসলিমরা। এ মাসের শেষে রয়েছে ইসলামের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সেদিন সারা বিশ্বের মুসলিমরা আনন্দ উদযাপন করেন।