১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৪১:২২ পূর্বাহ্ন


অদৃশ্য শক্তির বিরুদ্ধে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা, বিভাগে তালা
আল্-মারুফ, রাবি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৩
অদৃশ্য শক্তির বিরুদ্ধে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা, বিভাগে তালা অদৃশ্য শক্তির বিরুদ্ধে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা, বিভাগে তালা


পাঁচ মাস চলছে সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। এখনও ফলাফল হয়নি। এর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য বিভাগ বন্ধ ঘোষণা করেছেন। এ সময় তারা বিভাগে তালা লাগিয়ে বিভাগের সামনে বসে অবস্থান নেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের চার তলায় এ ঘটনা ঘটে।

২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে গত বছরের নভেম্বর মাসের ১১ তারিখ। পাঁচ মাস হতে চলছে এখনও ফলাফল প্রকাশের কোনো খবর নেই। শিক্ষার্থীরা বলছে, অদৃশ্য শক্তির কারণে ফলাফল হচ্ছে না তাদের। এ সময় তারা তাদের সেমিস্টারের সময় ছয় মাস থেকে কমিয়ে তিন মাসে করার দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কারো অ্যাগেনস্টে না। কোনো অদৃশ্য কারণে আমাদের রেসাল্ট হচ্ছে না। আমাদের আন্দোলন সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে। পাঁচ মাস হতে চলছে, আমাদের রেসাল্ট হচ্ছে না। আমরা দ্রুত ফলাফল চাই, পরের সেমিস্টারের পরীক্ষা দিতে চাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, ‘পুরো বাংলাদেশে আইআর (আন্তর্জাতিক সম্পর্ক) এর মধ্যে আমাদের ১৯-২০ সেশন সবচেয়ে পিছিয়ে পড়া ব্যাচ। আমাদের যে এক্সট্রা সময় লাগছে এর জন্য এক্সট্রা খরচ আমাদের বাসার থেকে বহন করতে কষ্ট হচ্ছে।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘ওরা কেন আন্দোলন করছে আমি জানি না। আজ সকালেই ওদের বললাম, রেসাল্টের কাজ চলছে। দুই-তিনদিনের মধ্যে রেসাল্ট হয়ে যাবে। আমাদের শিক্ষক সংকটের কারণে কিছু সমস্যা হয়ে গেছে, যেটার কিছু প্রভাব ওদের মধ্যে পড়েছে। তাছাড়া নতুন বিভাগ হিসেবে আমাদের সবাই আন্তরিক, সবাই কাজ করছে।’