মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে এক সপ্তাহে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ব্যাটালিয়ন কমান্ডারসহ জান্তা সেনাবাহিনীর ৮৮ সদস্য প্রাণ হারিয়েছেন।
মিয়ানমার জাতীয় ঐকমত্যের সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার (২১ মার্চ) ইরাবতি নিউজ জানায়, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং এর সহযোগী প্রতিরোধ গোষ্ঠীর হামলায় এই ঘটনা ঘটে। মিয়ানমারের এইচপ্রাসো, হপেকন এবং পিনলাং শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৮ মার্চ স্থানীয় সময় সকাল সাতটায় হপেকন টাউনশিপের খাউং ই এবং শ্বে পাই আয় গ্রামের কাছে জান্তা সামরিক বাহিনী সঙ্গে পিডএফ গোষ্ঠীর সংঘর্ষ হয়। এ সময় ১০ জন জান্তা সেনা নিহত হয়।
৯ মার্চ পিডিএফ গোষ্ঠী জান্তা সেনার কনভয়ে ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন জান্তা সেনা হতাহত হয়েছে। ১১ মার্চ এইচপেকন টাউনশিপের পূর্বে জান্তা বাহিনীর সঙ্গে পিডিএফ গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৪২৩-এর ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লিন লিন টুনসহ কমপক্ষে ১৯ জন জান্তা সৈন্য নিহত হয়েছে।
এ ছাড়া একজন কলাম কমান্ডারসহ আরও পাঁচটি জান্তা সৈন্য পিডিএফের কাছে আত্মসমর্পণ করে। এ ছাড়া জান্তাবাহিনীর বিপুল সমরাস্ত্র পিডিএফ গোষ্ঠী দখলে নিয়েছে।
মিয়ানমারে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে সহিংস দমননীতি গ্রহণ করে জান্তা সরকার।
এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী। সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে গঠন করে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। এরপর থেকেই জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে তারা।