২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৫:৪৪ অপরাহ্ন


PKSF SEIP-এর সহযোগিতায় ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটি সভা
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২৩
PKSF SEIP-এর সহযোগিতায় ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটি সভা PKSF SEIP-এর সহযোগিতায় ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটি সভা


PKSF SEIP-এর সহযোগিতায় ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় রাজশাহী রিজিওনাল কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষ, সন্তোষপুর, পবায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রাজশাহী নিয়োগকর্তা কমিটির ভাইস-চেয়ারপারসন আঞ্জুমান আরা পারভিন লিপি। 

সভাটি সঞ্চালন করেন নিয়োগকর্তা কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের সম্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শাহিনুল ইসলাম।

উক্ত সভায় কমিটির সদস্যবৃন্দ, রাজশাহীর বিভিন্ন শিল্প প্রতিষ্টানের প্রতিনিধি এবং ইউসেপ রাজশাহীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের ২০২২ সালের অর্জন এবং ২০২৩ সালের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়। সভার সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির ভাইস-চেয়ারপারসন আঞ্জুমান আরা পারভিন লিপি চেয়ারপারসন ও মোঃ সাইদুর রহমান, এ.জি.এম, প্রাণ এগ্রো লিঃ, রাজশাহী ভাইস-চেয়ারপারসন নির্বাচিত হন।

উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।