১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:১৪:৪৮ পূর্বাহ্ন


বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই নেই রাশিয়ার
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৩
বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই নেই রাশিয়ার বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই নেই রাশিয়ার


আগামীকাল থেকে কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নস। এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া। অতিথি দল হিসেবে এই টুর্নামেন্ট খেলতে রাশিয়ার বয়সভিত্তিক দল এখন বাংলাদেশে। ইউরোপের দলটি প্রথমবার এসেছে এশিয়ান অঞ্চলে খেলতে।

শিরোপা লড়াইয়ে যাদের বিপক্ষে মুখোমুখি হবে সেসব দল সম্পর্কে তেমন ধারণা নেই রাশিয়ার বয়সভিত্তিক এই দলের। বাংলাদেশ দল সম্পর্কেও তেমন জানা-শোনা নেই বলে জানিয়েছেন দলটির কোচ ইয়েলেনা মেদভেদ, 'দুর্ভাগ্যবশত আমাদের প্রতিপক্ষ সম্পর্কে তেমন জানা নেই। কারণ সেরকম তথ্য পাইনি। যখন আমরা সিনিয়র জাতীয় দল সম্পর্কে জানতে চাই তখন সবই পাওয়া যায় কিন্তু বয়সভিত্তিক দলগুলো সম্পর্কে সেভাবে পাওয়া যায় না। কোনো কিছু খুঁজে পাওয়া খুবই কঠিন। বাংলাদেশ দল সম্পর্কে কিছু বলা খুবই কঠিন আমাদের কাছে। কারণ এই দল সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।'

উদ্বোধনী দিনে কোনো ম্যাচ নেই রাশিয়ার। ২২ মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। এই টুর্নামেন্টে অংশ নিতে তুরস্কে অনুশীলন ক্যাম্প করেছে রাশিয়ার মেয়েরা। সেখানে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ থেকে শিরোপা জিতেই রাশিয়ায় ফেরার লক্ষ্য কোচ মেদভেদের, 'অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতিটা দলই চায় চ্যাম্পিয়ন হতে। শিরোপা জিতে রাশিয়া নিয়ে যেতে চাই।'

স্বাভাবিকভাবেই ইউরোপ ও এশিয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। সেসব পার্থক্যের কথা না বলে বাংলাদেশের মানুষ এবং ট্রাফিক জ্যাম নিয়ে বলেছেন ইয়েলেনা মেদভেদ, 'ইউরোপ এবং এশিয়ার মধ্যে এখানকার আবহাওয়ায় পার্থক্য আছে। এশিয়া এবং ইউরোপের মধ্যে তুলনা করা ঠিক হবে না কারণ ইউরোপ ও এশিয়ার ভিন্ন মানসিকতা নিয়ে খেলে থাকে। আমরা যেটা বলতে পারি যে, এখানে অনেক মানুষ এবং অনেক ট্রাফিক জ্যাম। সময় মেনে অনুশীলনে যাওয়া এবং ম্যাচে অংশ নেওয়াই আমাদের এখন কাজ।'