২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:১৪:২১ অপরাহ্ন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন
জি এম রাঙ্গা
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন


১৭ মার্চ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস/২৩ উপলক্ষে কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এছাড়াও কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে কেক কাটা, আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেন।

উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, কুড়িগ্রাম জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অনেকেই।

অন্যান্যদের উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, কুড়িগ্রাম জেলার অফিস সহকারী মোছাঃ আঞ্জুমানা ও ব্যাটালিয়ন আনসারগণ এবং অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ। এরপর বাদ জুম্মা কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নামাজঘরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।