২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:০৫:২১ অপরাহ্ন


মাদারীপুরে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২২
মাদারীপুরে যাত্রীবাহী  মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু মাদারীপুরে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু


মাদারীপুরে যাত্রীবাহী একটি মাহিন্দ্র (থ্রি হুইলার) গাড়ি উল্টে চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মোস্তফাপুর এলকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজৈর পৌরসভার ২নং ব্রিজ এলাকার কালাম হাওলাদারের ছেলে সাঈদ হাওলাদার (২৭)

হাইওয়ে পুলিশ জানায়, সকালে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ডে যাত্রী নামিয়ে রাজৈর উপজেলার দিকে যাচ্ছিলেন চালক সাঈদ হাওলাদার। গাড়িটি মোস্তফাপুরের টেক্সটাইল মিলের সামনে পৌঁছলে মহাসড়কে ফুলে ওঠা উঁচু পিচের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার জানান, মহাসড়কে পিচ ফুলে উঁচু হয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি (পরিদর্শক) মো. আব্দুল আল মামুন জানান, ঘটনাস্থল থেকে মাহিন্দ্রচালকের লাশ উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ