২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৩৮:২৩ পূর্বাহ্ন


রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
রাবি প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৩
রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় শিক্ষার্থীদের একাংশকে লাঠিসোটা হাতে সেখানে দেখা যায়। 

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকাগামী মহাসড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা‌। শিক্ষার্থীদের পাশে রয়েছে একটি ব্যানার। ব্যানারে লেখা আছে, 'সন্ত্রাসী, ছিনতাইকারী এবং বর্বরদের কোনো ছাড় নয়', 'জেগেছে রাবিয়ান, এবার হবে অ্যাকশন'।

এসময় সেখানে সড়ক অবরোধকারী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মীমাংসার জন্য প্রক্টরিয়াল বডির সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর আলাপ-আলোচনা হয়। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ তুলতে রাজি হননি।