১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:৫৫:১৫ অপরাহ্ন


রাজশাহীতে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকের হামলায় ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৩
রাজশাহীতে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকের হামলায় ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহীতে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকের হামলায় ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন


রাজশাহীতে বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান ও সহকারী শিক্ষক ড. গিয়াস উদ্দিনের অপর শিক্ষকের উপর অতর্কিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৫ মার্চ) সকালে কলেজের সামনে প্রায় এক হাজার শিক্ষাথী’র অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান ও সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন স্যারের অপর কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী শিক্ষক আব্দুল্লাহ হিল শাম্মী ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. গিয়াস উদ্দিনের শিক্ষকদের হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না।

অবিলম্বে এই শিক্ষকদের কলেজ থেকে বহিস্কারসহ আইনের আওয়ায় নিয়ে আসার দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলামসহ কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।